Jiboner Alo – Best Rehab Center in Bangladesh

About Us

About Us

আমাদের জীবনের আলো মাদকাসক্ত চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্রটির যাত্রা ২০০৬ সালে শুরু হয়।
এবং সফলতার সাথে আমরা আমাদের কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছি।
এই পর্যন্ত আমাদের এখান থেকে আনুমানিক ৪১৬৫ জনের বেশি রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং শতকরা প্রায় ৩৫℅ রোগী আমাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ সুন্দর এবং মাদক মুক্ত জীবন যাপন করছেন।
এবং আমাদের এখানে রোগী এবং রোগীর পরিবারের সাথে অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা ফ্রি কাউন্সেলিং করা হয়।
আমাদের এখানে অভিজ্ঞ সাইক্রেটিক, সাইকোলজিস্ট এবং ফিজিকেল ডাক্তার এবং অভিজ্ঞ ওয়ার্ড বয় এর ব্যবস্থা রয়েছে।

আমাদের লক্ষ্য

একজন মাদকাসক্ত ব্যক্তিকে মাদক থেকে ফিরিয়ে এনে তাকে সুস্থ জীবন যাপন এর পথে ফিরিয়ে আনা।

আমাদের উদ্দেশ্য

 মাদকমুক্ত সমাজ ও বাংলাদেশ গড়তে সহায়তা করা

আমাদের নিরাপত্তা ব্যবস্থা।

আমাদের সম্পর্কে আরো কিছু

মাদক নির্ভরশীলতার চিকিৎসা একটি জটিল, দীর্ঘমেয়াদী ও সমন্বিত প্রচেষ্টা এবং চিকিৎসা বিজ্ঞানে বলা হয় মাদক নির্ভরশীলতা অনিরাময়যোগ্য রোগ। কিন্তু চিকিৎসার পর যদি আমাদের কেন্দ্রের নিয়মগুলো মেনে চলে এবং ১২ ধাপের নীতিমালা মেনে চলে তাহলে মাদক মুক্ত সুস্থ জীবন যাপন পরিচালনা করা সম্ভব। এখানে নারকোটিকস্ এনোনিমাসের ১২ ধাপ ও আসক্তির ক্লাস এবং অবস্থানগত ভদ্রতার ক্লাস এবং কাউন্সেলিং ও গ্রুপ থেরাপির মাধ্যমে রোগীর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।

জীবনের আলো মাদকাসক্ত চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্রে। মাদকনির্ভরশীল ও মানসিক সমস্যা এই দুই ধরণের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। সব মাদক নির্ভরশীল ব্যক্তিই মানসিক রোগী নয় আবার কখনো দেখা যায় মানসিক সমস্যার সাথে রোগীর মাদকনির্ভরশীলতার সমস্যাও ডায়গোনেসিস হয়৷ রোগীর সমস্যা নিরুপন সাপেক্ষে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়।আমাদের কেন্দ্রে কাউন্সেলর, সার্বক্ষনিক মেডিকেল অফিসার ও খন্ডকালীন মনো-চিকিৎসক রয়েছেন সে রোগীদের অবস্থা বিবেচনা করে চিকিৎসা প্রদান করে থাকে । খন্ডকালীন মনো-চিকিৎসক প্রয়োজন অনুসারে মানসিক বা মনোচিকিৎসা দিয়ে থাকেন।

আমাদের সাইকোলজিস্ট প্রথমে মাদকাসক্ত ব্যক্তির সাথে তার সকল সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা দেখিয়ে দিবে এবং যদি পরিবারের সাথে সম্পর্কে কমতি থাকে তাহলে পরিবারের সাথে রোগীকে নিয়ে পারিবারিক কাউন্সেলিং এর মাধ্যমে তাদের সম্পর্ক উন্নয়ন করা।
এবং গ্রুপ কাউন্সিলিং এর মাধ্যমে রোগীকে সুস্থ জীবনের পথে চলার জন্য উৎসাহিত করা।