জীবনের আলোর কার্যক্রম সমূহ
- প্রথমত নেশা কে না বলা এবং নেশা ছেড়ে থাকতে হবে কিভাবে,সেই চিকিৎসা গ্রহন করা।
- দলগত চিকিৎসা।
- শিক্ষা শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা, আবেগ ও অনুভূতির নিয়ন্ত্রণ।
- পারিবারিক সম্পর্ক উন্নয়ন।
- পারিবারিক সম্পর্ক উন্নয়ন।
- কাজে কর্মে ব্যস্ত রাখা,নিজের জীবনে নিরর্ভশীলতা তৈরি করা।
- ফ্যামিলি মিটিং ও কাউন্সিলর এর মাধ্যমে কাউন্সিলিং করা।
- নম্র ভদ্র জীবন যাপন।
- নম্র ভদ্র জীবন যাপন।
- পাঁচ ওয়াক্ত নামাজ ও তালিম করা, আমাদের চিকিৎসা শেষে নিজের জীবন পরিচালনার জন্য সঠিক কাজে উৎসাহিত করা।
- আমাদের নির্দেশনা মেনে সঠিক ভাবে মেনে চললে একজন আসক্ত ব্যত্তি মাদক মুক্ত সুস্থ জীবন পরিচালনায় সক্ষম হবে।